Friday, 9 December 2011

Or chehra dekhe mone holo....................

আমাকে দিল ও দেখা
ওর  চেহারা  দেখে মনে হলো
কত পেয়েছে ব্যথা
ওর  আওয়াজ যেরম
ওর  করুন চরিত্র ছায়া
আমার শরীর  দমকে ওঠে
ওর  নির্লিপ্ত হাঁসি
কেন যেন এই মূল্যহীন সময় তা
ঢেউএর মতন ভাসে
ওর  জন্য
ওর স্নেহ আমার মন বিচিত্র করে
কিছু যেন আমি বুঝিনা
এক শিশুর মতন কাঁদি


No comments:

Post a Comment