তোমার ছবি আমার মনে বসে আছে
কথায় কথায় তোমার নাম
যাকে চিনিনা জানিনা দেখিনি
তার জন্যেই আমার চোখের জলের দম
এক বার এসে যাও আমার বাড়ি তে
আমার মনের ঘরে দেখে যাও
তোমার জন্যে আমি প্রাণ ভাসিয়ে দেব
তোমার জন্যে ধ্যান
আমার মন ছুটে বেড়ায়
তোমার আওয়াজ শোনার জন্যে
আমার চোখের দিকে তাকিয়ে দেখো
পাবে তুমি বহু দিনের প্রেম
বহু দিনের কথা
তোমার কথা
আমার বুকে লুকিয়ে আছে
তোমার চোখের দৃষ্টি
তোমার ছবি আমার মনে বসে আছে
পৃথা
কথায় কথায় তোমার নাম
যাকে চিনিনা জানিনা দেখিনি
তার জন্যেই আমার চোখের জলের দম
এক বার এসে যাও আমার বাড়ি তে
আমার মনের ঘরে দেখে যাও
তোমার জন্যে আমি প্রাণ ভাসিয়ে দেব
তোমার জন্যে ধ্যান
আমার মন ছুটে বেড়ায়
তোমার আওয়াজ শোনার জন্যে
আমার চোখের দিকে তাকিয়ে দেখো
পাবে তুমি বহু দিনের প্রেম
বহু দিনের কথা
তোমার কথা
আমার বুকে লুকিয়ে আছে
তোমার চোখের দৃষ্টি
তোমার ছবি আমার মনে বসে আছে
পৃথা
No comments:
Post a Comment