Wednesday, 23 November 2011

Tomar chobee amaar mone bosche ache

তোমার ছবি আমার মনে বসে আছে
কথায় কথায়  তোমার নাম
যাকে চিনিনা জানিনা দেখিনি
তার জন্যেই আমার চোখের জলের  দম

এক বার এসে যাও আমার বাড়ি তে
আমার মনের ঘরে দেখে যাও
তোমার জন্যে আমি প্রাণ ভাসিয়ে দেব
তোমার জন্যে ধ্যান

আমার মন ছুটে  বেড়ায় 
তোমার আওয়াজ  শোনার জন্যে
আমার চোখের দিকে তাকিয়ে দেখো
পাবে তুমি বহু দিনের প্রেম
বহু দিনের কথা
তোমার কথা
আমার বুকে লুকিয়ে আছে 

তোমার চোখের দৃষ্টি
তোমার ছবি আমার মনে বসে আছে



পৃথা

No comments:

Post a Comment